Pritha : অনিন্দ্য ব্যানার্জির শর্ট ফিল্মে বিশেষ চরিত্রে পৃথা
অভিনেতা ও পরিচালক অনিন্দ্য পুলক ব্যনার্জি তাঁর নতুন শর্ট ফিল্ম কোভেট লেটারের শুটিং শেষ করলেন। এই শর্ট ফিল্মটি প্রযোজনার দায়িত্ব সামলেছেন পম্পা ব্যানার্জি ও চন্দ্রজিৎ চ্যাটার্জি। মিউজিক করেছেন চিরন্তন ব্যানার্জি। ক্যামেরার দায়িত্ব সামলেছেন রাজা ব্যানার্জি। এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পৃথা সেনগুপ্ত কে।আরও পড়ুনঃ কত বেতন পান অনুষ্কার দেহরক্ষী?অনিন্দ্য দার পরিচালনায় অভিনয় করার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত পৃথা। আজ কোভেট লেটারের ডাবিং শেষ হল। ডাবিং এর পর উপটেমো স্টুডিও থেকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন কলাকুশলীরা। ফেসবুকে পৃথা লেখেন, উপটেমো স্টুডিওতে কোভেট লেটারের দারুণ একটা ডাবিং সেশন হল। পম্পা ব্যানার্জি লেখেন,দ্বিতীয় দিনের ডাবিং। কাজটা মজার যখন তোমার টিমটা দুর্দান্ত হবে তখনই।